Priyotoma | Shakib Khan | Idhika | Balam | Konal | Asif | Akash | Versatile Media | Arshad Adnan
Versatile Media Versatile Media
195K subscribers
4,561,814 views
0

 Published On Mar 27, 2024

Movie: Priyotoma
Directed by Himel Ashraf, Produced by Arshad Adnan (Owner of Versatile Media),
Director of Photography (DOP) Saiful Shaheen. Story Faruk Hossain.

Song: O PRIYOTOMA
Singer: Balam & Konal
Lyrics: Asif Iqbal
Music: Akassh Sen
Programming: Bob SN
Guitar, Mandolin & Banjo : Babni

Cast: MEGASTAR Shakib Khan, Idhika Paul, Shahiduzzaman Selim, Lutfor Rahman George, Donn, Shahid Un Nabi, Elina Shammi & many more.

Subscribe to Versatile Media on YouTube! / @VersatileMediaVM
Follow Versatile Media on Facebook: / VersatileMediaVM
#ShakibKhan #শাকিব_খান #idhikapaul #FirstLook #teaser #Priyotoma #প্রিয়তমা #ArshadAdnan#bioscope #HimelAshraf #bangladesh #rajkumar #rajkumartrailer #idhikapaul

প্রিয়তমা গানের লিরিক্স:

যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

আমার আকাশ নীলে তুমি যে নীলিমা
আমার আকাশ নীলে তুমি যে নীলিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।

যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে
ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,
যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে
ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,
মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা
মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।

চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,
চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে
অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা
তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।

যত কথা রাখা ছিল এই বুকে জমা
যত কথা রাখা ছিল এই বুকে জমা,
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা
তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা।
ও প্রিয়তমা, ও প্রিয়তমা,
ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।

show more

Share/Embed