মধ্যবিত্ত - তাশরিফ খান । Moddhobitto - Tasrif Khan | Original Track | Kureghor
YouTube Viewers YouTube Viewers
2.71M subscribers
4,091,310 views
0

 Published On Apr 23, 2021

Fundraising were closed on May 2021.

Tasrif Khan's Official YouTube:    / @tasrifkhan.official   মধ্যবিত্ত - Tasrif
লেখা - Tarik Emon
Sound & Video: @TanjeebKhan

আপাতত আমরা আমাদের ১ম ধাপের কার্যক্রম স্থগিত করছি। আর কেউ টাকা পাঠাবেন না!

Lyric:
আমার বাকির দোকান বন্ধ ঘরে
ফুরিয়ে গেছে চাল,
এখন চিন্তা করছি চলবে কী করে
সামনের দিন কাল!
আমার মায়ের ওষুধ হয়নি কেনা
পকেট যে আজ খালি,
আবার ঋণ পরিশোধ করার চাপে
মহাজন দেয় গালি!

এইভাবে আর না খেয়ে রোজ
কতদিন চলা যায়,
এই জগতে মধ্যবিত্ত
কত যে অসহায়!

সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে
হতাশায় ফিরি ঘরে,
বাজারের ব্যাগ আজকেও খালি
বুঝাবো কেমন করে!
ছেলে মেয়ে বলে কান্নার ছলে
খায়নি দুপুরে কিছু,
সব জেনেশুনে ভাঙা এ মনটা
কাঁদে মাথা করে নিচু!

হে বিধাতা প্রভু দয়াময়
করুণার আঁধার তুমি
তোমার কাছে ফরিয়াদ করি
নিরুপায় আজ আমি!
দূর করে দাও এ বিপদ-আপদ
দূর্যোগ মহামারি,
প্রাণ খুলে যেন সবাই আবার
হাসতে গাইতে পারি!

এক দুই করে তিন মাস ধরে
বাসা ভাড়াটাও বাকি,
আজ নয় কাল পরশু বলে
আর কত দেব ফাঁকি!
রাত পোহালেই বাড়িওয়ালা এসে
ধমকের স্বরে বলে,
ভাড়া দিলে তবে থাকতে পারবে
না দিলে যাও চলে।

এই শহরের মানুষের মন
ইট-পাথরে গড়া,
মধ্যবিত্তরাই শুধু আজ
হয় অধিকার হারা।

এসব কথা শুনবে কে আজ
বলবো কাদের কাছে,
শোনার মতো মানসিকতার
মানুষ কি আজ আছে!
উপায় খুঁজে না পেয়ে চোখে
দেখছি অন্ধকার,
আজকাল কে কার খোঁজ নেয়
কে করে উপকার!

পেটে ক্ষুধা রেখে কষ্টের বুকে
মুখে হাসি রেখে চলি
মধ্যবিত্ত হয়েছি তাইতো
গানে গানে আজ বলি

show more

Share/Embed